ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

মেসির সঙ্গে কারিনার সাক্ষাৎ, কী করলো ছেলে জেহ?

IMG
15 December 2025, 4:28 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গত শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি আসার পরে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তা ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও শিরোনাম হয়েছে। ওই পরিস্থিতি থেকে মেসিকে বার করে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। সেখান থেকে হায়দরাবাদে যান মেসি।

তারপর রোববার মুম্বাইয়ে যান আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। সেখানেই দুই পুত্রকে নিয়ে মেসির সঙ্গে দেখা করতে যান বলিউড অভিনেত্রী কারিনা কপূর খান। সেখানে জেহ-এর কাণ্ড দেখে কী করলেন বেবো?

কারিনা যে দুই ছেলেকে নিয়ে মেসির সঙ্গে দেখা করতে যাবেন, আগে থেকেই তা নির্ধারিত ছিল। কারিনা অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর দুই পুত্র মেসির অনুরাগী। বিশেষত বড় ছেলে তৈমুর। কাপুর পরিবার ও খান পরিবারে ভর্তি তারকা। কিন্তু সাইফ আলী খানপর বড় ছেলে তৈমুরের ইচ্ছে মেসিকে দেখার। এবার ছেলেদের সেই ইচ্ছা পূরণ করালেন মা।

রোববার দুপুরে আর্জেন্টিনার জার্সি গায়ে মায়ের হাত ধরে হোটেলে ঢোকে ছোট্ট জেহ ও তৈমুর। মেসির একেবারে পাশে দাঁড়ানোর সুযোগ পায় তৈমুর। এদিকে, মায়ের পাশে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ফুটবল মহাতারকার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে জেহ।

ছবি তোলা হয়ে গেলে ছেলেদের নিয়ে মঞ্চ থেকে নেমে যেতেই কারিনার হাত ধরে টান দেয় জেহ। সে কিছুতেই মেসিকে ছেড়ে যাবে না। মায়ের হাত ছেড়ে মেসির হাত ধরে দাঁড়ানোর চেষ্টা করতেই ছেলেকে প্রায় টেনে মঞ্চ থেকে নামাতে হয় কারিনাকে।

বিভিন্ন সাক্ষাৎকারে কারিনা নিজেই জানিয়েছেন, বড় ছেলে শান্ত, কিন্তু তাঁর ছোট ছেলে খুব দুষ্টু। কারিনার এই কথার সঙ্গে অবশ্য ভক্তরাও সহমত। প্রায়ই ছবি শিকারিদের সামনে নানা ধরনের মুখভঙ্গি করতে দেখা যায় জেহকে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন