ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ধামরাইয়ে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ (ভিডিও)

IMG
28 March 2024, 10:33 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে মেডিকেলের ছাত্রীসহ একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

গতকাল দিবাগত রাতে ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের মোকামটোলা মহল্লার আমেরিকা প্রবাসী ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দগ্ধরা হলেন,ফ্ল্যাটের ভাড়াটিয়া সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে বাঘাইর গ্রামের নুরুল ইসলাম নান্নু মিয়া (৫৬),তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫০) ,মেয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী নিশরাত জাহান সাথী (২২) ও ছেলে সাভার মডেল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী আল হাদী সোহাগ (১৮)।

আহত নুরুল ইসলাম নান্নুর শ্যালক আজিজুরর রহমান জানান, রাত তিনটার দিকে সেহেরীর জন্য রান্নার করতে রান্না ঘরে যান সুফিয়া বেগম। তিনি গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তাঁরা চারজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনষ্টিটিউটে পাঠানো হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.মো.তরিকুল ইসলাম জানান, আগুনে নুরুল ইসলাম নান্নু মিয়ার শরীরের ৪৮ শতাংশ, তাঁর স্ত্রী সুফিয়া বেগমের ৮০ শতাংশ, মেয়ে নিশরাত জাহান সাথীর ১৬ শতাংশ ও ছেলে আল হাদী সোহাগের ৩৮ শতাংশ পুড়ে গেছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক,অপরজনের অবস্থাও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তাঁদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধামরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সোহেলা রানা বলেন, তিতাস গ্যাসের আবাসিক সংযোগের পাশাপাশি গ্যাস সংকটের সময় তাঁরা সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতেন। আবাসিক সংযোগের গ্যাস থেকে নাকি গ্যাস সিলিন্ডার থেকে এ ঘটনা ঘটেছে তা তদন্ত হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আগুনে মালামাল পুড়ে পক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই লাখ টাকা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন