ঢাকা      সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

IMG
09 May 2024, 7:31 PM

নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

পরে জেলা ইপিআই মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। এতে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আতাউর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ইএসডিও’র জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান।

সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, স্বাস্থ্য সেবা কেন্দ্রে পুষ্টি সেবা জোড়দারকারণ, প্রচার প্রচারণাসহ বিভিন্ন কর্মসুচি নেয়া হয়েছে সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও নীলফামারী সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং এনজিও কর্মীগণ অংশ নেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন