ঢাকা      রবিবার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ার বৈশ্বিক প্রচেষ্টার মূল অংশ হলো ব্রিকস

IMG
18 May 2024, 12:45 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, উদীয়মান অর্থনীতির ব্রিকস জোট একটি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার মূল অংশ। তিনি বলেন, এই জোটের মধ্যদিয়ে স্বাধীন দেশগুলোর স্বার্থ রক্ষার বিষয়ে আন্তর্জাতিক ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

গতকাল শুক্রবার ইরান-রাশিয়া সম্পর্ক নিয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে রাশিয়া সফর করছেন এবং তিনি তাতারিস্তান প্রজাতন্ত্রের কাজানে ১৫তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেন। মুসলিম দেশগুলোর সাথে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

আলী বাকেরি কানি বলেন, ব্রিকস জোটকে সক্রিয়ভাবে কাজে লাগিয়ে একটি ন্যায্য বিশ্বব্যবস্থা গড়ে তোলার জন্য ইরান ও রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, “আমাদের ইচ্ছা হলো ব্রিকস জোটকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরো কার্যকরভাবে এবং দক্ষতার সাথে এগিয়ে নেয়ার ব্যবস্থা করা। এজন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তিগুলোকে এই জোটে যোগদানের জন্য ক্ষেত্র প্রস্তুত করা প্রয়োজন।”

চলতি বছরের প্রথম দিকে ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিকসের পূর্ণ সদস্য হয়েছে। এছাড়া, সদস্য হয়েছে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকার সম্মিলিত উদ্যোগে ব্রিকস গঠিত হয়। বর্তমানে এই জোটভুক্ত দেশগুলোর আওতায় বিশ্বের শতকরা ৪০ ভাগ জনসংখ্যা রয়েছে। এছাড়া, বিশ্ব জিডিপির চারভাগের একভাগ এই দেশগুলোর দখলে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন