ঢাকা      রবিবার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

IMG
12 May 2024, 3:04 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. সিজান হোসেন (১৯)। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল।

শনিবার রাত ১১টায় যশোরের কোতোয়ালি থানাধীন শেখহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহফুজুল আলম রাসেল জানান, মো. সিজান জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সন্ত্রাসবিরোধী আইনে হওয়া এক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তিনি যশোর কোতোয়ালি থানাধীন স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে ও তার অন্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীরা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া উগ্রবাদী বিভিন্ন কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমমনা আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদেরকে উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন