ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বিদেশি রাষ্ট্রদূতদের প্রোটকল কমানো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর: ফখরুল

IMG
16 May 2023, 4:19 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিদেশি রাষ্ট্রদূতদের প্রোটকল তুলে নেয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ মে) সকালে নয়াপল্টনে যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করে বিএনপি। যেখানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিদেশে গিয়া তেমন প্রোটকল না পেয়ে এর প্রতিশোধ হিসেবে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রোটকলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার শঙ্কিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, সংসদ থেকে বের হয়ে আসা বিএনপির সঠিক সিদ্ধান্ত ছিলো। আর নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ কি করবে এটা নিয়ে ভাবছে না বিএনপি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন