ঢাকা      মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ঝিনাইদহে বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

IMG
14 September 2023, 6:30 PM

ঝিনাইদ, বাংলাদেশ গ্লোবাল: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ণ কুমারের ছেলে মহাদেব কুমার (৬০) ও একই গ্রামের আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেন (২৯)।

স্থানীয়রা জানায়, দুপুরে হরিণাকুণ্ডুর ভায়না এলাকা থেকে চার জন পান ব্যবসায়ী আলমসাধুতে করে পান নিয়ে গাড়াগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোকন নিহত হয়। আহত হয় আরও তিনজন। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন