ঢাকা      মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু

IMG
21 September 2023, 9:11 PM

রংপুর, বাংলাদেশ গ্লোবাল: রংপুরের মেডিকেল পূর্বগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন শিক্ষক দম্পতি ব্রজেন্দ্র নাথ রায় ও কৃষ্ণা রানী। সন্তানদের লেখাপড়া, কর্মব্যস্তায় সচারাচর যাওয়া হয় না গ্রামের বাড়ি। তাই এ সপ্তাহের ছুটি গ্রামের বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেন।

সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে দুই মেয়ে নিয়ে বেরিয়ে পড়েন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ব্রজেন্দ্র নাথ গ্রামের বাড়ি পৌঁছেন ঠিকই, তবে স্ত্রী আর বড় মেয়ের লাশ নিয়ে। সড়কের ধারে ঠাঁয় দাঁড়িয়ে থাকা গাছের মরা ডাল ভেঙে মাথায় পড়ে প্রাণ হারাতে হয়েছে কৃষ্ণা রানী ও পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে রাজেশ্বরী রায়কে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রংপুরের চব্বিশ হাজারি আদর্শপাড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঝিরিঝিরি বৃষ্টিতে দুই মেয়ে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রংপুর থেকে গ্রামের বাড়ি তুলসিরহাট যাচ্ছিলেন ব্রজেন্দ্র নাথ সরকার, তার স্ত্রী কৃষ্ণা রানী ও তাদের দুই মেয়ে। পাকার মাথা-গঙ্গাচড়া সড়কের চব্বিশ হাজারী আদর্শপাড়া এলাকায় পৌঁছালে সেখানে সড়কের ধারে থাকা একটি গাছের ডাল ভেঙে চলমান মোটরসাইকেলের পেছনে থাকা কৃষ্ণা রানী ও তার মেয়ে রাজেশ্বরী রায়ের মাথায় পড়ে। এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কে পড়ে যায়।

কৃষ্ণা রানী ও রাজেশ্বরী রায়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কৃষ্ণা রানী নোহালী কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আর রাজেশ্বরী রায় ধাপ চিকলীভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এঘটনায় রাজেন্দ্র নাথসহ তার ছোট মেয়ে গুরুতর আহত হন। রাজেন্দ্র নাথ মনিরামপুর মন্থনা হাই স্কুল সহকারী শিক্ষক।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সড়কের ধারে থাকা একটি পুরোনো গাছের ডাল ভেঙে চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে একই পরিবারের মা মেয়ে নিহত হয়েছে। তাদের মরদেহ পরিবার নিয়ে গেছে।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন