ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

তথ্যমন্ত্রীর সাথে অনলাইন নিউজপোর্টাল মালিকদের মতবিনিময়

IMG
10 November 2023, 5:07 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকার নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন 'অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ‘ওনাব’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে তাঁর মিন্টু রোডের সরকারি বাসভবনে এ মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের মতপ্রকাশের যে স্বাধীনতা রয়েছে, তা উন্নত বিশ্বের অনেক দেশের চেয়েও ভালো। এদেশে গণমাধ্যমের যে অবাধ স্বাধীনতা রয়েছে, তেমনি দায়িত্বশীলতারও যথেষ্ট অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসন্ত্রাস চালানো। আগামী কয়েকদিনে রাজনীতিতে অনেক কিছুই ঘটবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

ওনাব সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, সহসভাপতি সৌমিত্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও আশরাফুল কবির আসিফ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক অপু উকিল, নজরুল ইসলাম মিঠু, অয়ন আহমেদ মতবিনিময়ে অংশ নেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন