ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দুর্যোগ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে: মহিববুর রহমান (ভিডিও)

IMG
08 March 2024, 9:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুর্যোগ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, ‘দুর্যোগ পূর্ব ও পরবর্তী অবস্থায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ মোকাবেলার জন্য কাজ করে যাচ্ছে সরকার। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুত দুর্যোগ সম্পর্কে জনসাধারণকে সচেতন করা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। আজ শুক্রবার (০৮ মার্চ) রাজধানীর মিরপুরে প্রাইম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক তথ্য প্রযুক্তি মেলায় (আইটি ফেস্ট) তিনি এসব কথা বলেন।

মহিববুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি মানুষের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে জড়িত। কোনো বিষয়কে দ্রুত সর্বসাধারণের কাছে নিয়ে যেতে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত কার্যকরী। দুর্যোগ পূর্বাভাস ও ব্যবস্থাপনায় সবাইকে সম্পৃক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও দুর্যোগ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও গবেষণা এবং পুর্বাভাস প্রদানসহ অন্যান্য বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও অন্যান্য প্রযুক্তির প্রয়োগ ঘটাতে সরকার কাজ করে যাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আইটি ফেস্ট শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির প্রায়োগিক ব্যবহারে অভিজ্ঞ করে তুলবে। একই সঙ্গে তারা সমস্যা সমাধানে বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মো. হাসান বাবু, প্রাইম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ও উপাচার্য প্রসেসর হুমায়ূন কবীর এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন