ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

রাতে ঢাকাসহ যে ১২ অঞ্চলে তীব্র ঝড়বৃষ্টি

IMG
03 June 2024, 7:24 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দিবাগত রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৩ জুন) দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা আলাদা সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে।

এদিকে, হাফিজুরের আলাদা সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রীয় মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ সন্ধ্যা থেকে পরবর্তী বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা পর্যন্ত ভারি (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

অন্যদিকে, আবহাওয়া অফিসের ৩ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, সিলেট, চাঁদপুর, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, যশোর ও বরিশাল জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে মঙ্গলবার (৪ জুন) সকালের মধ্যে কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

দেশের সব বিভাগে তিন দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে সারা দেশেই সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন বুধবার (৫ জুন) দিন ও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন