ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

IMG
21 May 2024, 10:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

এ সময় দেশের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি গোলাম মোস্তফা। এ সময় দেশবন্ধু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান দেশবন্ধু গ্রুপের কর্ণধার গোলাম মোস্তফা।

সাক্ষাৎকালে দেশে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ কুড়িগ্রামে আরো কর্মসংস্থান সৃষ্টিতে দেশবন্ধু গ্রুপকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গোলাম মোস্তফা বলেন, দেশের উত্তরাঞ্চল এক সময় অবহেলিত ও মঙ্গা কবলিত এলাকা ছিল। সময়ের ব্যবধানে আওয়ামী লীগ সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় মঙ্গা দূর হয়েছে। উত্তরাঞ্চল এখন উন্নত জনপদ। এখন দরকার নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ ও এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন