ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ ঈদের আগে শেষ করার নির্দেশ

IMG
30 May 2024, 2:01 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ ঈদের সাত দিন আগে শেষ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে বনানীর বিআরটিএ'র সদর কার্যালয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সড়ক পথে যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশনা দেন।

ওবায়দুল কাদের বলেন, শুধু যানজট আর দুর্ঘটনা এইটাই মূল সমালোচনা। এবারও আমার মনে হয় বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইওয়েতে কোনো অসুবিধা নেই তবে মফস্বলে কিছু সমস্যা হয়েছে। সাত দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে।

গাজীপুরে এখন আর বিআরটি প্রজেক্টের জন্য সমস্যা সৃষ্টি করে না জানিয়ে তিনি বলেন, এরমধ্যে সাতটা ফ্লাইওভার উম্মুক্ত করে দিয়েছি। যান চলাচল স্বাভাবিক। সমস্যা হয় গার্মেন্টস শ্রমিকরা ঘরমুখী হলে। চন্দ্রাতে সমস্যাটা বেশি হয়। যানবাহন প্রয়োজনের তুলনায় কম থাকে। হাজার হাজার শ্রমিক রাস্তায় হাটে। এই বিষয়টার ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, সিএনজি স্টেশনগুলো ঈদের ৭ দিন আগে থেকে এবং ৫ দিন পর পর্যন্ত সারাদিন খোলা থাকবে। এ সময় নো হেলমেট, নো ফুয়েল। মন্ত্রী এমপির লোক বলেও যেন কেউ পার না পায়।

বাংলাদেশ গ্লোবাল/এমএন


সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন