ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

IMG
03 June 2024, 3:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে ৪৯ টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোঃ নুরুল ইসলাম।

আজ বঙ্গভবনে এ সাক্ষাৎকালে সিএজি ৪৫টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট, ২টি উপযোজন হিসাব রিপোর্ট এবং ২টি আর্থিক হিসাব রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, প্রতিবছরই বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির কলেবর বৃদ্ধি পাওয়ায় সরকারি ব্যয়ও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও যথাযথভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এসময় অডিট আপত্তি নিষ্পত্তিসহ সকল ধরনের অডিট হালনাগাদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন