ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

IMG
31 May 2024, 12:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মৌসুমি বায়ুর আগমনের কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ মো: ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ‘আজ বিকেলে রাজধানীসহ দেশের মধ্য অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। যদিও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলমান এবং এসব অঞ্চলে বৃষ্টি আরও ৫ থেকে ৭ দিন অব্যাহত থাকতে পারে।’

এ সময় উজানের ঢল আর ভারি বৃষ্টি মিলিয়ে সিলেট অঞ্চলে পানি প্রবাহের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

ওমর ফারুক বলেন, ‘তাপমাত্রা বেশি না হলেও বাতাসে জলীয় বাস্পের আধিক্যের কারণে গরমের অনুভূতি বেশি হচ্ছে। বৃষ্টি শুরু হলে আবহাওয়ার এমন গুমোট পরিস্থিতি কেটে যাবে। আপাতত সারাদেশের কোথাও কোনো তাপপ্রবাহ নেই। সামনের দিনগুলোতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। কিন্তু তাপ প্রবাহের আর সম্ভাবনা নেই, যেহেতু কয়েকদিন পরেই বর্ষাকাল শুরু হতে যাচ্ছে।’

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ১২২ মিলিমিটার।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন