গোপালগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম) উপসচিব ড. মো. রওশন জামাল । আজ শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহানস্থপতির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহাপাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, বঙ্গবন্ধু পরিবারে শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর উপসচিব ড. মো. রওশন জামাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় গোপালগঞ্জ জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন আর রশীদ, সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্ত্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com