ঢাকা      রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
শিরোনাম

আবারো ইতিহাস গড়লো আর্জেন্টিনা

IMG
15 July 2024, 10:34 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: একদিকে খেলার ৬৬ মিনিটে চোট পেয়ে মাঠের বাহিরে অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে গোলশূন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সব মিলিয়ে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে এক বিশাল চাপে ছিল হট ফেভারিট দল আর্জেন্টিনা। অবশেষে ১১২ মিনিটে লাউতারো মার্তিনেসের পায়ে কাঙ্ক্ষিত গোলে এগিয়ে যায় সেমির দল। এতেই ইতিহাস গড়া জয় আসে মার্তিনেসদের।

ফলে নিজেদের ইতিহাসের ১৬ তম এবং টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা এখন লিওনেল মেসির দখলে।

এর আগে ম্যাচের অতিরিক্ত সময়ে জোড়া পরিবর্তন করে আর্জেন্টিনা। মাঠে নামলেন লো সেলসো এবং লাউতারো মার্টিনেজ। উঠে গেলেন এনজো এবং ম্যাক অ্যালিস্টার।

দারুণ মুভমেন্ট আর্জেন্তিনার। বক্সের মধ্যে দারুণভাবে ঢুকে আসেন ডি পল। কাটব্যাকটা পান গঞ্জালেজ। প্রথম টাচেই শট নেন। কিন্তু সরাসরি বলটা লাগে কলম্বিয়ার গোলকিপারের শরীরে। যিনি বলটা ধরে নেন।

আর্জেন্টিনার সাময়িক চাপের পরে ফের আক্রমণে কলম্বিয়া। আরিয়াসের সামনে বেশ কিছুটা জায়গা ছিল। হাতে সময়ও ছিল। দূর থেকে শট নিলেন। তবে ডিফ্লেকশন হল। সহজেই বলটা ধরলেন আর্জেন্তিনার গোলকিপার মার্টিনেজ। কর্নার হতে দেননি।

১০৪ মিনিটে আর্জেন্তিনার বক্সের মধ্যে দুর্দান্ত ক্রস মোজিকার। একটা সময় মনে হচ্ছিল যে দিয়াজ বলটা পেয়ে যাবেন। কিন্তু দিয়াজ আসার আগেই বলটা ছিনিয়ে নেন লিসান্দ্রো মার্টিনেজ। বিপন্মুক্ত করে দেন।

ফ্লোরিডার উপকণ্ঠে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ সোমবার সকালে শুরু হয় কোপা আমেরিকার ৪৮তম আসর। দর্শকের চাপে একাধিকবার পিছিয়ে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ায় সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়)।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন