ঢাকা      রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
শিরোনাম

নারী এশিয়া কাপের ফাইনালে ভারত

IMG
26 July 2024, 5:06 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হতশ্রী ব্যাটিংয়ের পর বোলিং এবং ফিল্ডিংয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দেয়ার পর একের পর এক সুযোগ হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল। অনেকটা হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করল টাইগ্রেসরা।

২০১৮ এশিয়া কাপের সুখস্মৃতি ফেরানো তো দূরের কথা, সেমিফাইনালে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। ডাম্বুলায় শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে জ্যোতির দল। লক্ষ্যতাড়ায় নেমে সেটা ৯ ওভার এবং ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় হারমানপ্রীত করের ভারত।

গ্রুপ পর্বের তিন ম্যাচেও প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছিল ভারত। দাপুটে ক্রিকেরটের সেই ধারা সেমিফাইনালেও অব্যহত রেখেছে তারা। বাংলাদেশকে উড়িয়ে দিয়ে কাটল ফাইনালের টিকিট। শিরোপার মঞ্চে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে যেকোনো এক দলের বিপক্ষে খেলবে তারা।

বাংলাদেশের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে স্বাভাবিক ক্রিকেট খেলেছেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা। তবে তারা দুজনই সুযোগ দিয়েছেন। সেই সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। ১১ ওভারে জয় নিশ্চিত করে ভারত।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন