ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বাজার মূলধন কমল ১৬ হাজার কোটি টাকা

IMG
25 August 2024, 11:06 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবালঃ সরকারের পতনের পর শেয়ারবাজারে উল্লম্ফন ঘটলেও আবার পতনের ধারা দেখা যাচ্ছে। গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই সূচকের পতন হয়েছে। ফলে সপ্তাহজুড়ে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১৬ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে।

আর প্রধান মূল্যসূচক কমেছে ২০০ পয়েন্টের বেশি। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের অধীনে এটি শেয়ারবাজারের দ্বিতীয় সপ্তাহ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহজুড়ে শেয়ারবাজারে দরপতনের পাল্লা ভারি হয়। ডিএসইতে দাম বাড়ার তালিকায় যে কটি প্রতিষ্ঠান নাম লেখায়, তার দ্বিগুণের বেশির স্থান হয় দাম কমার তালিকায়।

ফলে কমে মূল্যসূচক। যদিও দরপতনের পরও বাজার মূলধন বাড়ে।

তবে দ্বিতীয় সপ্তাহে এসে দরপতনের মাত্রা যেমন বড় হয়েছে, তেমনি সব কটি মূল্যসূচকের বড় পতন হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন