ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

হামাস নেতা খালেদ মিশআলকে হত্যার হুমকি ইসরাইলের

IMG
31 August 2024, 10:21 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মিশআলকে হত্যা করার হুমকি দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ। মিশরের বার্তা সংস্থা মিসরি আশ-শারুক এ খবর জানিয়ে বলেছে, ইসরাইল জুড়ে আত্মঘাতী অভিযান শুরু হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব সরকার। এমনকি খালেদ মিশআলকে পর্যন্ত হত্যা করার হুমকি দিয়েছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ।

তিনি বলেছেন, খালেদ মিশআলকে হত্যা করার যে ইচ্ছা তেল আবিবের রয়েছে তা বাস্তবায়ন করবে ইসরাইল সরকার। মিশআল ও হামাসে তার সহকর্মীদের শিগগিরই হত্যা করবে তেল আবিব। এর আগে, সিরিয়ার রাজধানী দামেস্কে ১৯৯৭ সালে ইসরাইলি হত্যা প্রচেষ্টা থেকে বিস্ময়করভাবে প্রাণে রক্ষা পান খালেদ মিশআল। এ সম্পর্কে কাতজ বলেন, এবারের অভিযান হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যার ফলে তা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন