ঢাকা      শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

জয়ের জন্য ১১৯ রান প্রয়োজন বাংলাদেশের

IMG
05 October 2024, 9:51 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে অল্প রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগ্রেসদের ১১৯ রানের টার্গেটে দিয়েছে ইংলিশরা। শনিবার (৫ অক্টোবর) শারজায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট।

ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার মিয়া বুচার ও ড্যানি ওয়াট। উদ্বোধনী জুটিতে ৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে এরপর ধস নামে ইংলিশ ব্যাটিং লাইনে।

টাইগ্রেস বোলারদের তোপের মুখে ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। বুচার ১৮ বলে ২৩ ও ওয়াট ৪০ বলে ৪১ রান করে আউট হন। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি নেন ২টি করে উইকেট।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন