ঢাকা      বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ৫০ চিকিৎসকের গণপদত্যাগ

IMG
09 October 2024, 10:46 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলায় অনশন করছেন ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাস্পাতালের সাতজন জুনিয়র চিকিৎসক।

চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে গতকাল মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন আরজি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক। এই পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে এবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।গতকাল সকালেই নাটকীয় মোড় নেয় আরজি করের আন্দোলন। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে অনশনে বসে থাকা চিকিৎসকদের সমর্থনে গণপদত্যাগ করেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা। একসঙ্গে ইস্তফা দিয়েছেন ৫০ জন চিকিৎসক। রাজ্য সরকারকে চিঠি দিয়ে গণপদত্যাগ করেন আরজি করের সিনিয়র চিকিৎসকরা। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে দেওয়া চিঠিতে তাঁদের দাবি, আন্দোলনকারীদের দাবিদাওয়ার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ করুক।

আরজি করের এক সিনিয়র চিকিৎসক বলেন, আজ আড়াই দিন হয়ে গেল ও জুনিয়র চিকিৎসকরা অনশন করছেন। কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষে কোনো ইতিবাচক ভূমিকা দেখা যাচ্ছে না।সূত্র:আনন্দবাজার পত্রিকা


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন