ঢাকা      বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা ফারুকী

IMG
11 November 2024, 9:38 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এই নির্মাতা শপথ গ্রহনের বেশকিছু ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন। এসময় মোস্তফা সরয়ার ফারুকী সবার উদ্দেশে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ২টি কারণ তুলে ধরেন। এবং কাজের মাধ্যমে পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। ফারুকীর কথায়,‘আমি কখনোই কোনো আনুষ্ঠানিকতার মধ্যে পড়েনি! তবে আমি আজ শপথ নিলাম আমার দেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে!

শুধু কারণ: (১) সবসময় দেশের জন্য এমন কিছু করার অনুপ্রেরণা থেকে যা অপ্রতিরোধ্য (২) এটি সর্বদা প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়ার লোভ সামলাতে না পারা। তিনি পরিবর্তনের প্রতিশ্রুতি রেখে আরও বলেন, এই নতুন যাত্রায় আমাকে দোয়া করুন এবং আপনাদের সদয় পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে ভুলবেন না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সেই সবকিছু করব যাতে পরিবর্তন আনতে পারি।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানাজানি হওয়ার পর অনেকেই শুভকামনা জানাচ্ছেন জনপ্রিয় এই নির্মাতাকে। বাংলাদেশি সিনেজগতে ফারুকী যেন নতুন এক ফিলোসফার। একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা তিনি। নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেছেন ‘ছবিয়াল’ নামে একটি সংগঠন।ভিন্ন ধারার সিনেমার সঙ্গে দেশের মানুষকে অভ্যস্ত করে তুলেছেন। দেশের গণ্ডি পেরিয়ে নিজের চিহ্ন রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও।

১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়ায় জন্ম মোস্তফা সরয়ার ফারুকীর। তার বাবার নাম আবদুর রব, মা কুলসুম বেগম। ২০১০ সালে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে তাদের।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন