ঢাকা      মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
শিরোনাম

এবার স্থানীয় সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত

IMG
18 November 2024, 1:01 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দশটি সংস্কার কমিশনের পর স্থানীয় সরকার সংস্কারেও কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে আট সদস্যের ‘স্থানীয় সরকার সংষ্কার কমিশন’ গঠনের সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এই কমিশন গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয় প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী এই কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এই কমিশনের সদস্য হিসেবে যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক মাহফুজ কবির, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. তারিকুল ইসলাম এবং শিক্ষার্থী প্রতিনিধি।

অন্য কমিশনের মতো এই কমিশনকেও ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

এর আগে প্রথমে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। পরে স্বাস্থ্যবিষয়ক, গণমাধ্যম, শ্রমিক অধিকারবিষয়ক এবং নারীবিষয়ক সংস্কার কমিশনের গঠনের সিদ্ধান্ত নেয় সরকার।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন