ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ফেরি করে গাঁজা বিক্রি; তিন কেজি গাঁজাসহ গ্রেফতার তিন

IMG
21 November 2024, 3:01 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ বাড্ডা এলাকায় ফেরি করে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলোমোঃ ইয়াসিন শিকদার (২৭), মোঃ মাসুদ রানা (৩২) ও মোঃ সাইফুল ইসলাম ওরফে সানি (৩৪)।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১২:৩০ টায় দক্ষিণ বাড্ডার শিমুলতলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের প্রত্যেকের নিকট থেকে এক কেজি করে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে বিশেষ অভিযান ডিউটি করাকালীন টহলটিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দক্ষিণ বাড্ডার শিমুলতলা এলাকায় কয়েকজন গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১২:৩০ ঘটিকায় সেখানে অভিযান চালিয়ে ইয়াসিন, মাসুদ ও সাইফুল নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের প্রত্যেকের নিকট থেকে এক কেজি করে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজসে গাঁজা বিক্রি করে থাকে।

রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত ইয়াসিনের নামে চারটি, মাসুদের নামে সাতটি, সাইফুলের নামে পাঁচটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন