ঢাকা      বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

IMG
28 November 2024, 1:32 PM

জাহাঙ্গীর আলম, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় অবরোধ করে বি‌ক্ষোভ করছে মাহমুদ জিন্স ‌লি‌মি‌টেড কারখানা শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে উত্তরবঙ্গের ২২ টি জেলার একমাত্র প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রে‌খে‌ছে শ্রমিকরা।এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যান সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে এ সড়‌কে চলাচলকারী পথচারী এবং যাত্রীরা।

শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক, বিজিএমইএ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে নভেম্বরের ২৮ তারিখে বেতন দেয়ার প্রতিশ্রুতি দি‌য়ে ১০ অক্টোবর কারখানাটি বন্ধ ঘোষণা করেন। আজ কারখানা থেকে বেতন দেয়ার কোন মেসেজ না পাওয়ায় শ্রমিকরা বাধ্য হয়েই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থা‌নের ঘোষনা দি‌য়ে‌ছে শ্রমিকরা।

শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি, আজাদ রহমান জানান, মামুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিট এর জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। খবর পেয়েছি মালিকপক্ষ ঘটনা স্থলে আসবে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন