ঢাকা      বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় দুর্নীতি প্রতিরোধে শতাধিক নাগরিকের শপথ

IMG
04 December 2024, 5:38 PM

এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধায় দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ শতাধিক নাগরিক।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার এসকেএস ইনন এর ব্যানকুয়েট হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়” শীর্ষক সভায় তাঁরা এ শপথ নেন। সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটিভিত্তিক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) প্রায় দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে জাতীয় সংগীত এবং টিআইবির থিমসং পরিবেশনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। মূল আলোচ্য বিষয় এবং সনাক গাইবান্ধার কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ, শিখন ও উত্তোরণের উপায় তুলে ধরেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মাসুদ রানা।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ-সভাপতি জিয়াউল হক কামাল। এছাড়াও সনাক এর পক্ষ থেকে সাবেক সনাক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান ও জহুরুল কাইয়ুম, সদস্য অ্যাড. আনিস মোস্তফা তোতন, একেএম সাখাওয়াৎ হোসেন, অঞ্জলী রানী দেবী, আফরোজা লুনা এবং উজ্জল চক্রবর্তী। ইয়েস-এর পক্ষ থেকে দলনেতা, সহ-দলনেতা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানভিত্তিক এসিজি এর সমন্বয়ক, সহ-সমন্বয়কসহ মোট ২৭ জন অংশগ্রহণকারী অভিজ্ঞতা বিনিময়, সফলতা, শিখন এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন।

স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে সভায় বক্তারা বলেন, এখানে যে বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে তা হলো কিছু বিদ্যালয়ে নিয়মিত ছাত্র উপস্থিতি কম, কিছু বিদ্যালয়ের শিক্ষার জন্য উপযুক্ত অবকাঠামো ও পরিবেশ না থাকা, বিদ্যালয় কর্তৃপক্ষের অসহযোগিতা ইত্যাদি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো সময়মতো খোলা ও বন্ধ করা, অপর্যাপ্ত ঔষুধ সরবরাহ, প্রেশার চেক না করা ইত্যাদি। এছাড়াও দৃশমান স্থানে সেবা সংক্রান্ততথ্য না থাকা, সেবা প্রাপ্তিতে ভোগান্তি, ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে হয়রানী ও অতিরিক্ত টাকা গ্রহণ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে সনাক সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নানের নেতৃত্বে সকল সদস্যবৃন্দকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হয়।

আলোচনায় অংশ নেয়া বক্তারা এ ধরণের আয়োজনের জন্য টিআইবিকে ধন্যবাদ জানান ও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন বাস্তবায়নে সনাক-ইয়েস-এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন