ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে: সাভারে আমির হোসেন আমু

IMG
17 June 2023, 5:01 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: বিদেশী প্রভুদের সাহায্যে বিএনপি নির্বাচন বয়কট করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। তিনি আরো বলেন, বিএনপি নিজের নাক গেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারাদেশে বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিকেলে ঢাকার সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা জেলা ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন,বিএনপির যে কোন ষড়যন্ত্র আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে। নির্বাচন বানচাল করার কেউ চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে - এতে কোন সন্দেহ নেই। বিএনপি অর্থ খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে সরকারের সুনাম নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ অনেক কষ্টে আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আবারো আসলে সকল সমস্যার দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় জনসভায় ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন