ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

আজ বায়ু দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার সহনীয়

IMG
26 July 2023, 10:01 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাস আজ সহনীয়। বায়ুদূষণের শীর্ষে আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় সকালে সাড়ে ৯টার দিকে বিশ্বের ১০টি শহরের মধ্যে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে জাকার্তার বাতাস।

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ৭৮, অবস্থান ২১তম। অন্যদিকে, বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা জাকার্তার স্কোর ১৬২ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা এবং শহরটির স্কোর ১৫৮। এর অর্থ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর ১৩৯ অর্থাৎ সেখানকার বায়ুও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

তালিকায় যুক্তরাষ্ট্রের শিকাগো, চীনের রাজধানী বেইজিং, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহর, ব্রাজিলের সাও পাওলো ও পাকিস্তানের লাহোরের বাতাস বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর এবং ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাতাস সহনীয় অবস্থায় রয়েছে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০৬টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহর।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন