ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ভিকারুননিসায় ফের ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ

IMG
30 March 2024, 10:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ করেছেন সাময়িক বরখাস্ত শিক্ষক শাহ আলম খান।

শনিবার (৩০ মার্চ) রাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘প্রথম শ্রেণির ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ করেছেন বরখাস্ত শিক্ষক শাহ আলম খান। আমরা অভিযোগটি অবশ্যই তদন্ত করে দেখব।’

এর আগে ২০২৪ শিক্ষাবর্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অবৈধভাবে ছাত্রী ভর্তি করা হয় ১৬৯ জন। এ ঘটনা ফাঁস হওয়ার পর গত ৫ জানুয়ারি মূল ক্যাম্পাসের দিবা শাখার (বাংলা ভার্সন) প্রধান শাহ আলম খানকে বরখাস্ত করা হয়।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন