ঢাকা      সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১
শিরোনাম

চীনের সিচুয়ানে ডিপার্টমেন্টাল স্টোরে ভয়াবহ আগুন, ১৬ জনের মৃত্যু

IMG
18 July 2024, 10:29 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ভয়াবহ আগুন লাগে। এতে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটে।

সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, জিগং শহরের হাই-টেক জোনের একটি ১৪ তলা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে ছড়ে। যার ফলে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া অগ্নিকাণ্ডের পর ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়।

এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, রাতভর চালানোর পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণকাজ থেকে আগুন লেগেছে।তবে সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে এখনো তদন্ত চলছে বলে জানা গেছে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন