ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে ট্রাম্পের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের জয়কে ‘ঐতিহাসিক বিজয়’ বলে তাকে অভিনন্দন জানিয়েছেন কিয়ার স্টারমার। তিনি বলেন, ‘সামনের বছরগুলোতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’
তিনি বলেন, সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও অভিন্ন মূল্যবোধ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে চলব।
তিনি আরও বলেন, প্রবৃদ্ধি ও নিরাপত্তা থেকে উদ্ভাবন ও প্রযুক্তি পর্যন্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ‘বিশেষ সম্পর্ক’ আগামী দিনগুলোতেও আটলান্টিকের উভয় তীরে সমৃদ্ধ হতে থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে জয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে উচ্ছ্বসিত সমর্থকদের সামনে বক্তৃতা দেয়ার সময় এ ঘোষণা দেন তিনি।
ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবরে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। তবে মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৬৭টি ইলেক্টোরাল ভোট আর কমলা পেয়েছেন ২২৪টি।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com