ঢাকা      বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

সাদমান-দিপুর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

IMG
01 December 2024, 9:22 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই সেশনে কোনো বল মাঠেই গড়ায়নি। তৃতীয় সেশনে খেলতে নেমে মাত্র ১০ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে সাদমান ইসলাম ও শাহদাত হোসেন দিপুর ব্যাটে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। ৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে টাইগাররা।

ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। কয়েক দফা পেছানোর পর অবশেষে হয় টস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।ব্যাট করতে নেমে দলীয় ১০ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১২ বলে ৩ ও রানের খাতা খোলার আগেই মুমিনুল হক সাজঘরে ফিরে যান।

এরপর দিপুকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সাদমান। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। ক্যারিবিয়ান বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। ফিফটির দেখা পান সাদমান। দিন শেষে ১০০ বলে ৫০ রানে অপরাজিত আছেন এই টাইগার ওপেনার। ৬৩ বলে ১২ রানে অপরাজিত আছেন দিপু। ওয়েস্ট ইন্ডিজের পর কেমার রোচ নেন ২টি উইকেট।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন