ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

উপজেলা নির্বাচন: নাটোরে তিন উপজেলার ভোট গ্রহণ চলছে

IMG
08 May 2024, 10:44 AM

নাটোর প্রতিনিধি: উপজেলা নির্বাচনের প্রথমধাপে নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে মেঘলা আবহাওয়ায় সকাল থেকেই ভোটার উপস্থিতি অত্যন্ত কম দেখা যায়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে সিংড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় সকল পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরো বলেন, নাটোর সদর উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১১৫টি কেন্দ্রের ৭১৩টি কক্ষে ভোটগ্রহন চলছে। এছাড়া সিংড়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১৩৩ টি কেন্দ্রের ৮১০টি কক্ষে ও নলডাঙ্গা উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রের ৩২২টি কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, নাটোর সদরে ২ লক্ষ ৭২ হাজার ৩০২ জন, সিংড়া উপজেলায় মোট ৩ লক্ষ ১২ হাজার ৫৭০ জন ও নলডাঙ্গায় এক লক্ষ ১৭ হাজার ১৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্র্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।

নাটোর সদর ও সিংড়া এই দুইটি উপজেলা পরিষদে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তিনটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন