ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

আপিল বিভাগে সময় টিভির সম্প্রচার নিয়ে আবেদনের নিষ্পত্তি

IMG
01 September 2024, 1:10 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবালঃ সম্প্রচারে চলে আসার পর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আবেদনটি খারিজ করে দিয়ে শীর্ষ আদালত বলেছেন, এটি এখন অকার্যকর।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গত ২১ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালক আহমেদ জোবায়ের আপিল বিভাগে এই আবেদন করেন।

এর আগে গত ১৯ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমানের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এক আদেশে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে পরবর্তী সাত দিন সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দেন। ওই দিন রাতেই বেসরকারি টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

গত ২৭ আগস্ট রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম আপিল বিভাগকে বলেন, হাইকোর্টের আদেশের মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর সোমবার রাত থেকে সময় টিভির সম্প্রচার শুরু হয়েছে।

এখন এ মামলার কোনো কার্যকারিতা নেই বলে জানান তিনি।

আদালতে জোবায়ের হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন