ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ মঙ্গলবারের মধ্যে জমা দেয়ার হুঁশিয়ারি

IMG
02 September 2024, 12:55 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

গতকাল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন-আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

এর আগে কোটা সংস্কার ও সরকারের পদত্যাগ দাবির আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলির হিসাব এখনো মেলাতে পারেনি পুলিশ সদর দপ্তর। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধারণা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) থানাসহ দেশের বিভিন্ন থানা থেকে ৫ শতাধিক আগ্নেয়াস্ত্র ও ৫০ হাজার গুলি লুট হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছিল, লুণ্ঠিত অস্ত্র-গুলির হিসাব দু-এক দিনের মধ্যে সুনির্দিষ্ট করে সেগুলো উদ্ধারে অভিযানে নামবে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের আশঙ্কা, লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে গেলে তা জননিরাপত্তার জন্য হুমকি। যেহেতু পুলিশের পক্ষে এখন স্বাভাবিক কার্যক্রম চালানো প্রায় অসম্ভব, সেহেতু অপরাধীদের নিয়ন্ত্রণে রাখাও কঠিন হয়ে পড়বে।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন