ঢাকা      মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
শিরোনাম

মিরপুরে গার্মেন্টস কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড, ৯ জনের মৃত্যু

IMG
14 October 2025, 7:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি ভবনে থাকা গার্মেন্টস কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন ও মেইনটেন্যান্স পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, এখন পর্যন্ত নয়টি মরদেহ উ'দ্ধার করা হয়েছে। এখনও আগুন নেভানো ও উদ্ধার অভিযান চলমান রয়েছে।

তিনি আরও জানান, রাসায়নিক বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাসযুক্ত শ্বাস নেওয়ায় নিহতদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সবাইকে ঘটনাস্থলের ৩০০ গজের মধ্যে না আসার আহ্বান জানান তিনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জাশিম জানান, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও নিহতদের পরিচয় জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজনকে —মামুন (৩৫), সোহেল (৩২) ও সুরুজ (৩০)— জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধ মামুনের স্বজন জোসনা জানান, মামুন ওই কারখানায় কাটিং মাস্টার হিসেবে এবং সোহেল ফিনিশিং সেকশনে কর্মরত ছিলেন। এদিকে, সুরুজ অর্ডারকৃত পণ্যের গুণমান যাচাই করতে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন