ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পাকিস্তান ১৭২ রানে অলআউট, বাংলাদেশের টার্গেট ১৮৫

IMG
02 September 2024, 4:57 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য ১৮৫ রানের টার্গেট পেয়েছে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার দুর্দান্ত বোলিং নৈপুন্যে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। হাসান ৫ ও রানা ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ ও বাংলাদেশ ২৬২ রান করেছিলো।

প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে তৃতীয় দিন ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ৯ রান তুলেছিলো পাকিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে ২১ রানে এগিয়ে ছিলো স্বাগতিকরা।

আজ চতুর্থ দিন বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন পেসার তাসকিন আহমেদ। ওপেনার সাইম আইয়ুবকে ২০ রানে শিকার করেন তাসকিন।
এরপর মিডল অর্ডারে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন রানা। অধিনায়ক শান মাসুদকে ২৮, বাবর আজমকে ১১ ও সৌদ শাকিলকে ২ রানে আউট করেন রানা।

৮১ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ৫৫ রানের জুটিতে পাকিস্তানকে চাপমুক্ত করার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। ব্যক্তিগত ৪৩ রানে রিজওয়ানকে শিকার করে জুটি ভাঙ্গেন হাসান। ১৩৬ রানে সপ্তম ব্যাটার হিসেবে রিজওয়ান ফেরার পর টেল-এন্ডারদের নিয়ে পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন সালমান। তবে বাকী ৩ উইকেটে পাকিস্তানকে ৩৬ রানের বেশি তুলতে দেননি হাসান ও রানা। ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন সালমান।

বাংলাদেশের হাসান ৪৩ রানে ৫টি ও রানা ৪৪ রানে ৪টি উইকেট নেন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে প্রথমবারের মত ৫ উইকেট নিয়েছেন হাসান।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন