ঢাকা      মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমান কর্ণফুলীর তলদেশ থেকে উদ্ধার

IMG
10 May 2024, 6:55 AM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানটি কর্ণফুলী নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান এই যুদ্ধবিমানটি উদ্ধার করে।

বিধ্বস্ত হওয়ার পর থেকেই যুদ্ধবিমানটির অবস্থান শনাক্তের কাজ চলছিল। রাত সাড়ে ৯টায় অবস্থান শনাক্ত হয়। পরে উদ্ধারকাজ শুরু করে নৌবাহিনী। উদ্ধার যুদ্ধবিমানটি তীরের দিকে নিয়ে আসা হচ্ছে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় বিমানবাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। আইএসপিআর জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা হয়েছে। দু'জন পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ।

একটি ভিডিওতে দেখা যায়, প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দু'জন পাইলট প্যারাস্যুট দিয়ে নেমে যান। এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত আরেক পাইলট এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন